Print Date & Time : 30 August 2025 Saturday 5:26 pm

ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার নতুন প্রকল্প ইসির

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নতুন প্রকল্প প্রস্তাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি। ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার এ প্রকল্প প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য দু’একদিনের মধ্যে পাঠিয়ে দেবে ইসি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা আজকের (১৯ সেপ্টেম্বর) বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি। মোট দুই লাখ ইভিএম কেনা হবে। এক্ষেত্রে ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউস, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতে এই অর্থ ধরা হয়েছে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) কমিশন বৈঠকে নতুন প্রকল্প প্রস্তাবটি অনুমোদন করে নির্বাচন কমিশন। করোনায় আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বৈঠকে ভার্চুুয়ালি যুক্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেন।

 নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত  নেয়া হয়েছে। আমাদের কাছে যে ইভিএম আছে, তাতে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করা যাবে।  তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এর অনুমোদন দিয়েছি। এখন  সেটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।