Print Date & Time : 5 September 2025 Friday 5:01 am

ইভিএম লো লেভেলের টেকনোলজি: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে বলা হচ্ছে, এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি। আসলে তা নয়। এটার টেকনোলজি খুবই লো লেভেলের। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে। গতকাল রাজধানীর নির্বাচন ভবনে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইসির সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।

প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকেন। তারাও দেশ নিয়ে ভাবেন। তারা কীভাবে ভোট দিতে পারেন, সেটা দেখতে হবে। ইদানীং দেখা যাচ্ছে, অনেকের জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।

আমি নিরপেক্ষতাকে ভয় পাই বলে উল্লেখ করে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল দুটাই মুক্তিযুদ্ধের পক্ষের হবে।