পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভেন্স টেক্সটাইল লিমিটেডের তিনজন পরিচালক তাদের সন্তানদের নামে কোম্পানির মোট ৭৩ লাখ ৪৯ হাজার ৮৮০টি শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালক শবনম শেহনাজ ও আনোয়ার-উল আজম প্রত্যেকে ১৮ লাখ ৩৭ হাজার ৪৪০টি করে, মোট ৩৬ লাখ ৭৪ হাজার ৮৮০টি শেয়ার তাদের কন্যা সানজনা শেহনাজের নামে হস্তান্তর করেছেন।
এছাড়া, আরেক পরিচালক আবু কাউসার মজুমদার তার পুত্র ফারহান মজুমদারের নামে হস্তান্তর করেছেন ৩৬ লাখ ৭৫ হাজার শেয়ার।
এর আগে ১০ এপ্রিল এই শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন তারা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এই হস্তান্তর উপহারের (gift) ভিত্তিতে করা হয়েছে, যার বিপরীতে কোনো আর্থিক লেনদেন হয়নি।