ইমরানের জামিন শুনানি বিলম্বিত করা হচ্ছে: পিটিআই

ফাইল ছবি

শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন শুনানি ‘বিলম্বিত কৌশল’ হিসেবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাকে ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করে দলটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি গণমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষ দিকে গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলার (সাইফার মামলা) বিচারক ছুটিতে যাওয়ায় এমন অভিযোগ করেছে পিটিআই।

দলটি বলেছে, দলীয় চেয়ারম্যান ইমরানের জামিন শুনানি বিলম্বিত করা তাঁকে ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত করার একটা প্রচেষ্টা। এটি কারাগারে তাঁর বন্দীদশা স্থায়ী করার একটি চেষ্টা।

গত ৫ আগস্ট থেকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে আছেন ইমরান। রাষ্ট্রীয় উপহার কেনাবেচা-সংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় ৫ আগস্ট তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি বিচারিক আদালত। সাজা ঘোষণার পরই ইমরানকে তাঁর লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করে অ্যাটক কারাগারে পাঠানো হয়। তোশাখানা মামলায় ইমরানকে দেওয়া সাজা গত ২৯ আগস্ট স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। এ মামলায় সাজা স্থগিত হলেও ইমরানের মুক্তি মেলেনি। গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় (সাইফার মামলা) এখন তিনি কারাগারে আছেন।