Print Date & Time : 18 August 2025 Monday 4:50 am

ইমিগ্রেশন চালুর দাবিতে আমদানি-রফতানি বন্ধ

শেয়ার বিজ প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর দাবিতে ব্যবসায়ীরা আমদানী-রফতানি কার্যক্রম সাত দিন থেকে বন্ধ রেখেছিলেন। একই দাবিতে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোনাহাট স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় আমদানি-রফতানিকারক  সমিতি, সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বন্দর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক বন্দোবস্তকারী সমিতির  ব্যানারে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তৃতা করেন সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসেসিয়েসনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল,  সাধারণ সম্পাদক মোস্তফা জামান, সোনাহাট স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি, সম্পাদক আবদুর রাজ্জাক, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। ভারতীয় ব্যবসায়ী নেতা আতাউর রহমান ও হায়দার আলী সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইমিগ্রেশন না থাকায় ভারত-বাংলাদেশের ব্যাবসায়ীদের প্রায় ৪৫০ কিলোমিটার পথ ঘুরে ব্যবসায়িক কাজ করতে হচ্ছে। এতে ব্যবসার প্রসার ঘটছে না। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। ব্যবসায়ীরা সরকারের কাছে  সোনাহাট স্থলবন্দরে দ্রুত ইমিগ্রেশন চালুর দাবি জানান।