Print Date & Time : 29 August 2025 Friday 9:26 pm

ইয়েমেনের স্যাটেলাইট স্টেশন ধ্বংস করেছে সৌদি জোট

শেয়ার বিজ ডেস্ক: ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গতকাল বোমা হামলা চালিয়ে দেশটির একটি স্যাটেলাইট স্টেশন ধ্বংস করে দিয়েছে। রাজধানী সানার এই টেলিযোগাযোগ ব্যবস্থা পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

খবর: আল জাজিরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ড্রোন নিয়ন্ত্রণ করতে হুথি বিদ্রোহীরা এই টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতো।

আর হুথিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয় লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে

সৌদি জোট।

গতকাল ইয়েমেনি মন্ত্রণালয়ে কর্মরত বেসামরিক নাগরিকদের সরে যেতে বলার কিছুক্ষণের মধ্যে এই হামলা চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভেতরে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে টেলিইয়েমেন টেলিকম কোম্পানির ভবন ধ্বংস হয়েছে। পাশের একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি জোট জানায়, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সদর দপ্তর ব্যবহার করে হামলা চালাতো। সম্প্রতি সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো ড্রোন উৎক্ষেপণের স্থানটি ধ্বংস করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার হুথিদের ড্রোন হামলায় সৌদি বিমানবন্দরে ১২ জন আহত হন।

এভাবে সাত বছর ধরে হুথি বাহিনী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সম্প্রতি আরব আমিরাতের রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রও ছুড়েছে তারা।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।

২০২৫ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভোবে সমর্থিত সরকার উৎখাত করে রাজধানী সানা দখল করে নিলে ইয়েমেনে যুদ্ধ শুরু করে সৌদি জোট। এই যুদ্ধে লাখ মানুষ নিহত বা আহত হয়েছেন, তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে। কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। সেই সঙ্গে দেশটির বেশির ভাগ মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি।