ইয়েমেনে নিহত দুই হাজার শিশুযোদ্ধা

শেয়ার বিজ ডেস্ক: ইয়েমেনে চলমান যুদ্ধে প্রায় দুই হাজার শিশুযোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মে মাসের মধ্যে এই শিশুযোদ্ধারা প্রাণ হারায়। খবর: আল জাজিরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, শিশু-কিশোরদের মাঝে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিতে এবং ইয়েমেনের সরকারের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করতে দেশটির হুথি বিদ্রোহীরা বেশ কয়েকটি ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের চার সদস্যের প্যানেল জানিয়েছে, শিশুদের হুথি বিদ্রোহীদের সেøাগান দেয়ার নির্দেশ দেয়া হচ্ছে। তারা জানান, একটি ক্যাম্পে সাত বছর বয়সী শিশুদেরও অস্ত্র পরিষ্কার ও

রকেট হামলার শিক্ষা দেয়া হয়। ২০২০ সালে যুদ্ধের ময়দানে প্রাণ হারানো এক হাজার ৪০৬ শিশুযোদ্ধার নামের তালিকা তাদের হাতে এসেছে। এছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত নিহত আরও ৫৬২ শিশুযোদ্ধার তালিকাও রয়েছে। এই শিশুযোদ্ধাদের হুথি বিদ্রোহীরা নিয়োগ দিয়েছিল।

জাতিসংঘ জানায়, নিহত এই শিশুদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের বেশিরভাগ নিহত হয় আমরান, হাজ্জাহ, হোদেইদাহ, ইব্ব, সাদা ও সানায়।

যুদ্ধে শিশুদের ব্যবহারের নিন্দা জানিয়ে জাতিসংঘ অল্পবয়সীদের নিয়োগে স্কুল, ক্যাম্প ও মসজিদকে ব্যবহার না করতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার পর সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে দেন। এরপর তিনি সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এ প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে, যা এখনও চলছে। এতে ইয়েমেনের রাজনৈতিক সংকটের অবসান হওয়ার পরিবর্তে তা আরও তীব্র হয়ে ওঠে। বর্তমানে ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনও মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ‘ছায়াযুদ্ধ’ হিসেবে দেখা হয়। টানা গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ও একসময়কার সচ্ছল দেশ ইয়েমেন।