ইয়োন সুক-ইয়োলদ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট

শেয়ার বিজ ডেস্ক: ইয়োন সুক-ইয়োলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল দক্ষিণ কোরিয়া। তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি জায়ে মিয়োংকে হারিয়েছেন রক্ষণশীল প্রার্থী ইয়োন। খবর: দ্য কোরিয়া টাইমস।

শ্রেণি-বৈষম্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছেন ইয়োন। তাই একে দেশটির জনগণের মহা বিজয় আখ্যা দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে এবার। চূড়ান্ত ফলে দেখা গেছে দুই প্রার্থীর ভোট ব্যবধান মাত্র এক শতাংশের কম। অথচ নির্বাচনি প্রচারণায় উভয় প্রার্থীকে অজনপ্রিয় বলে বিবেচনা করা হচ্ছিল। তবে গত বুধবারের নির্বাচনে ব্যাপক ভোটারের উপস্থিতি দেখা যায়। এদিন দেশটির প্রায় ৭৭ শতাংশ ভোটার তাদের ভোট দেন।

গতকাল ভোরে বিজয় উৎসবে সমর্থকদের উদ্দেশে সাবেক শীর্ষ প্রসিকিউটর ইয়োন সুক-ইয়োল বলেন, আমি মানুষের জীবিকা, অভাবগ্রস্তদের সামাজিক সুরক্ষা, দেশকে গর্বিত করার চূড়ান্ত উদ্যোগ, আন্তর্জাতিক সম্প্রদায় ও স্বাধীন বিশ্বের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তোলায় মনোযোগ দেব।

ভোটারদের মূল উদ্বেগের মধ্যে ছিল বাড়ির দাম বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির অচলাবস্থা, তরুণদের বেকারত্ব ও জেন্ডার বৈষম্য। এ কারণে নির্বাচনি প্রচারণায় ইয়োন এসব সমস্যার সমাধানসহ জেন্ডার সমতা ও পরিবারবিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করার

প্রতিশ্রুতি দেন। এই মন্ত্রণালয় মূলত পরিবারকেন্দ্রিক সেবা, শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে থাকে। এটি দেশটির বার্ষিক জাতীয় বাজেটের প্রায় শূন্য ২ শতাংশ ব্যবহার করে, যার তিন শতাংশেরও কম নারী সমতার উন্নয়নে ব্যয় হয়।

পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইয়োন চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি দেন। উত্তর কোরিয়ার ব্যাপারে ‘শক্তি প্রদর্শনের মাধ্যমে শান্তি’ স্থাপনের পক্ষে তিনি। যুক্তরাষ্ট্রের আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দেন তিনি।