ইরাকে ইরানপন্থি মিলিশিয়া ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

শেয়ার বিজ ডেস্ক : ইরাকের ইরানপন্থি একটি মিলিশিয়া বাহিনীর ঘাঁটি ও বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাতাইব হিজবুল্লাহর পাঁচটি অস্ত্রাগার লক্ষ করে এ হামলা হয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। তাজি সামরিক ঘাঁটিতে রকেট হামলার পাল্টা হিসেবে এ হামলা চালানো হয়েছে। খবর: রয়টার্স।

গত বুধবার তাজি সামরিক ঘাঁটিতে ১৮টি কাতিউশ রকেট আঘাত হানে। সেদিনের হামলায় দুই মার্কিন সেনা ও এক ব্রিটিশ সৈন্য নিহত হয়েছেন। ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহই এ হামলা চালিয়েছে বলে এক মার্কিন কমান্ডার দাবিও করেছিলেন। যুক্তরাষ্ট্রের সিনেটের কমিটিকে এমনটিই বলেছিলেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি, ‘কাতাইব হিজবুল্লাহরই ইরাকে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর ওপর এ মাত্রার হামলা চালানোর সামর্থ্য আছে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমানগুলো ইরানপন্থি কাতাইব হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেন, ‘এসব স্থাপনার মধ্যে তাদের অস্ত্রাগারগুলো আছে, যেখান থেকে নেওয়া অস্ত্র ব্যবহার করেই যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর ওপর হামলা হয়। আমাদের পাল্টা হামলা ছিল আত্মরক্ষামূলক, সমানুপাতিক এবং ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর হুমকির সরাসরি প্রতিক্রিয়া।’ যুক্তরাষ্ট্র তার নাগরিক, স্বার্থ ও মিত্রদের ওপর হামলা সহ্য করবে না এবং এগুলো রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী ইরান-সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া বাহিনীর সদস্যদের ওপর বিমান হামলার কথা অস্বীকার করেছিল। পপুলার মোবিলাইজেশন ফোর্সের নিয়ন্ত্রণাধীন ওই ঘাঁটিতে হামলায় ২৬ জন নিহত হয়েছিল বলে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি সংস্থা দাবি করেছিল।