Print Date & Time : 7 August 2025 Thursday 11:08 pm

ইরানি উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৬৬

শেয়ার বিজ ডেস্ক: ৬৬ যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই ইরানের তৃতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা অসিম্যান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে রাজধানী তেহরান থেকে ইয়াসুগ শহরে যাওয়ার পথে উড়োজাহাজটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। খবর ইরান নিউজ নেটওয়ার্ক।

ইরানের জরুরি মেডিক্যাল সার্ভিসের প্রধান পীর হোসেইন কুলিবন্দ বলেছেন, ইয়াসুগ শহর থেকে ১৮৫ দশমিক ৫০ কিলোমিটার দূরে ইসফাহান প্রদেশের সেমিরনে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।