ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

শেয়ার বিজ ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ইরানি নাগরিকের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর: সিএনএন।

গত ১৩ মার্চ ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এজন্য দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর আগের সপ্তাহে সিরিয়ায় ইসরাইলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই কর্মকর্তা নিহত হন। এক সপ্তাহ পর ইরবিলে এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সেই প্রতিশোধ নিল আইজেআরসি। এ প্রসঙ্গে এক বিবৃতিতে তারা জানায়, ইসরাইল এ ধরনের আক্রমণের পুনরাবৃত্তি করলে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। আল জাজিরা এক প্রতিবেদনে তখন জানায়, ইরানের এই অভিজাত

বাহিনী ইরাকে ইসরাইলি ‘কৌশলগত কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

হামলার ঘটনাকে ‘ভয়াবহ’ উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। কেননা আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা বিরল। ইরাকে মার্কিন স্বার্থে ইরানপন্থি গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার অভিযোগ রয়েছে। আর ইরানপন্থি গোষ্ঠীর সদস্যরা ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার চায়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের শুরুতে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার ও তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ্রহ দেখান। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় পরোক্ষভাবে অংশ নেয়। ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখনই এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হলো।

নিষেধাজ্ঞা আওতায় রয়েছেন ইরানের মোহাম্মদ আলী হোসেইনি নামের এক ব্যক্তি। নিষেধাজ্ঞায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑদেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্চ কোম্পানি, দেলিজান সিনা কম্পোজিট কোম্পানি, পার্স বানাইয়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ও সেপেহর দেলিজান ক্যানোপি কোম্পানি।

মার্কিন রাজস্ব বিভাগ জানায়, আইআরজিসির সহযোগী হওয়ার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।