Print Date & Time : 14 September 2025 Sunday 7:58 pm

ইরানের প্রেসিডেন্টকে সৌদি বাদশাহর আমন্ত্রণ

শেয়ার বিজ ডেস্ক : চীনের মধ্যস্ততায় সাত বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব। এবার সেই সম্পর্ক জোরদার করতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

গতকাল রোববার ইরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা টুইট করে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট সৌদির এ আমন্ত্রণ গ্রহণ করেছেন।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এ সফরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতাও শুরু হবে।

বিবিসি প্রতিবেদনে বলা হয়, সৌদি বাদশাহ সালমান নিজেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সরকারি সফরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠার বিষয়ে একমত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ইরানের প্রেসিডেন্টকে সৌদি সফরের আমন্ত্রণ জানানো হলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান রোববার জানান, সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব। এ জন্য তিনটি জায়গা সুপারিশ করা হয়েছে।