শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, তুরস্কের পক্ষে ইরানের তেল ও গ্যাস কেনা বন্ধ করা অসম্ভব। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর: পার্স টুডে।
যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে তেল বহন করার অভিযোগে চীনের ছয়টি জাহাজ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর তুর্কি প্রেসিডেন্ট এ বক্তব্য দিলেন। ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ বাণিজ্যিক লেনদেন করলে তাকেও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে বলে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে এরদোগান বলেন, নিষেধাজ্ঞা দিয়ে এ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার আগে তুরস্ক ও ইরান বছরে তিন হাজার কোটি ডলারের বাণিজ্যিক বিনিময় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী বিনিময় শূন্যের কোঠায় নেমে আসার কথা থাকলেও দেশ দুটির মধ্যে এখনও এক হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্যিক লেনদেন রয়েছে।
এদিকে মধ্যপ্রচ্য নিয়ে অন্যায় হস্তক্ষেপ পরিত্যাগ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, অন্যকে দোষারোপ করার পরিবর্তে লন্ডনের উচিত ইয়েমেনে আগ্রাসন চালানো সৌদি আরব সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করা। জাতিসংঘ ইয়েমেনে সৌদি আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করেছে বলে জানিয়ে মুসাভি বলেন, রিয়াদের কাছে মানুষ হত্যাকারী সমরাস্ত্র বিক্রি করে মানবতার বিরুদ্ধে এই অপরাধে সরাসরি অংশীদার হয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সম্প্রতি দেশটির পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে দাবি করেন, ইরান সব সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ইরানকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরিণতি ভোগ করতে হবে।

Print Date & Time : 7 August 2025 Thursday 9:36 pm
ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে তুরস্ক
আন্তর্জাতিক ♦ প্রকাশ: