ইরানের সামরিক স্থাপনায় ইসরাইলের নতুন হামলা

শেয়ার বিজ ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ শহরে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার (২৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর সিএনএন

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত পারসিনে একটি বৃহৎ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল।

এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে ইসরায়েল বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে রোববার (২২ জুন) ভোর রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বি-২ বোমারু বিমান ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে ইরানের পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

তবে যুক্তরাষ্ট্রের হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্বের অনেক দেশই ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে।