Print Date & Time : 28 August 2025 Thursday 7:08 am

ইরান আত্মসমর্পণ করবে না: খামেনেয়ি

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানানোর একদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, ইরানি জাতি “আত্মসমর্পণকারী নয়”।

আজ বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, “আমেরিকানদের জানাতে হবে যে ইরানি জাতি আত্মসমর্পণকারী নয়, এবং তাদের পক্ষ থেকে যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির কারণ হবে।”

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু করার পর এটিই তার দ্বিতীয় প্রকাশ্য মন্তব্য। খামেনেয়ি বলেন, “যারা জ্ঞানী এবং ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে পরিচিত তারা কখনও এই জাতিকে হুমকির ভাষায় কথা বলেন না।”

দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, খামেনেয়ি বলেছেন, ইরান “আরোপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে, ঠিক যেমন তারা আরোপিত শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। তবে আরোপিত যুদ্ধের মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।”

এ সময় তিনি বলেন, যেকোনো ধরণের মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।” সূত্র : সিএনএন