ইরান-ইসরায়েল সংঘাতে তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের মুখে : বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক : ইরান-ইসরায়েল সংঘাতের কারণে দেশের তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

তিনি বলেছেন, চলমান ইরান-ইসরায়েল সংঘাত ব্যবসার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। এ সংঘাতের কারণে তৈরি পোশাক খাতও ক্ষতিগ্রস্ত হবে।

বিজিএমইএ কমপ্লেক্সে অডিটোরিয়ামে সোমবার দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাবু বলেন, ‘ইরান-ইসরায়েল সংঘাত আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ হাজির করেছে। যদি তেলের দাম বাড়ে, তাহলে এর প্রভাব পড়বে এবং তৈরি পোশাক খাতও এ ঝুঁকি থেকে মুক্ত থাকবে না।’

সংঘাতের কারণে প্রতিযোগিতা হারানোর আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছি, যখন আমাদের তৈরি পোশাক খাত জাতীয় ও আন্তর্জাতিক পরিসীমায় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা বজায় রাখার জন্য আমাদের অনেক কাজ করতে হবে।’

বাবু আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদহার, মুদ্রাস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি বৃদ্ধি, জ্বালানির দাম এগুলো একসঙ্গে আমাদের চ্যালেঞ্জিং পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে কাজ করছি যাতে তা সহনীয় থাকে। স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উত্তরণ তৈরি পোশাক খাতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। এ তালিকা থেকে উত্তরণের সঙ্গে সঙ্গে আমরা কর সুবিধা হারাব। এ চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে আমরা অংশীদারদের সঙ্গে কথা বলব।’

বিজিএমইএর নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেনÑসহসভাপতি (১) সেলিম রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন-শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ.বি.এম. সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল ও সামিহা আজিম।

চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকেরা হলেন-এম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এসএম আবু তৈয়ব ও পরিচালক রাকিবুল আলম চৌধুরী।

সভা শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বিজিএমইএ’র নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।