ইলিয়াস ব্রাদার্স গ্রুপের পাঁচ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের পাঁচ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। ওয়ান ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা থেকে ৬১ কোটি ৯৭ লাখ টাকা ঋণ খেলাপির মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রাম অর্থঋণ আদালতের ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান গতকাল এ আদেশ জারি করেন। একইসঙ্গে তিনি আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন স্থানীয় থানাকে।

এই পাঁচজন হলেনÑমেসার্স ইলিয়াস ব্রাদার্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল আলম, চেয়ারম্যান নুরুল আবসার, পরিচালক মোহাম্মদ নুরুল আলম, শামসুল আলমের স্ত্রী ও পরিচালক কামরুন নাহার বেগম, নুরুল আবসারের স্ত্রী এবং পরিচালক তাহমিনা বেগম।

আদালত সূত্র জানায়, ‘এমইবি গ্রæপ ওয়ান ব্যাংক থেকে ৩৫ কোটি ১৩ লাখ টাকা ঋণ নিয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের কয়েকটি নোটিস সত্তে¡ও ঋণ পরিশোধ করেনি। গতকাল অর্থঋণ আদালত ব্যাংকের পক্ষে একটি আদেশ দেন এবং স্থানীয় থানাকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন।’

চট্টগ্রাম অর্থঋণ আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ব্যাংক কর্তৃপক্ষ চট্টগ্রাম অর্থঋণ আদালতে এমইবি গ্রুপের কাছ থেকে ঋণ আদায়ের আবেদন করে। এমইবির এখন ডজন খানেক ব্যাংকে দুই হাজার কোটি টাকার ঋণের বোঝা আছে। এর প্রায় সব ঋণ এখন খেলাপি।