Print Date & Time : 2 September 2025 Tuesday 3:35 pm

ইলেকট্রিক্যাল পণ্যে ওয়ালটনের নতুন মাইলফলক

ওয়ালটনের তৈরি সুইস-সকেট, ফ্যান, এলইডি লাইট, লিফটসহ ইলেকট্রিক্যাল পণ্যের বিক্রয় প্রবৃদ্ধিতে অর্জিত হচ্ছে নতুন মাইলফলক। ওয়ালটন, মার্সেল ও সেইফÑএই তিন ব্র্যান্ডের আওতায় গত মাসে প্রতিষ্ঠানটির ইলেকট্রিক্যাল পণ্যের বিক্রি দাঁড়িয়েছে ১২৭ কোটি টাকা, যা এক মাসে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। সম্প্রতি রাজধানীর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির করপোরেট অফিসে আয়োজিত ‘এক মাসে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রির নতুন মাইলফলক’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে কেক কেটে ইলেকট্রিক্যাল পণ্য বিক্রির এই অসাধারণ সাফল্য উদ্যাপন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস-চেয়ারম্যান এসএম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ। বিজ্ঞপ্তি