শেয়ার বিজ ডেস্ক: ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেন্টলি সম্পূর্ণভাবে ইলেকট্রিক কার প্রস্তুত করবে। এজন্য বিখ্যাত ক্রিই কারখানা বেছে নেয়া হয়েছে। এ কারখানার অবস্থান ইংল্যান্ডের চেশায়ারের ক্রিই শহরে। খবর: দ্য গার্ডিয়ান।
বিলাসবহুল গাড়ি প্রস্তুত করে বেন্টলি। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের মধ্যে তাদের প্রোডাকশন লাইনে ব্যাটারিচালিত ইলেকট্রিক ভেহিকেল (ইভি) উৎপাদন শুরু করবে।
বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেন্টলি ঘোষণা দিয়েছে, শিগগির ইলেকট্রিক গাড়ি নির্মাণ শুরু হবে এবং তা তৈরি করা হবে ক্রিই কারখানায়। ব্রিটিশ ব্র্যান্ডটি প্রথম ব্যাটারিচালিত ইভির উৎপাদন শুরু হবে ২০২৫ সালের মধ্যে।
১৯১৯ সালের ১৮ জানুয়ারি থেকে গাড়ি তৈরি করে আসছে বেন্টলি। বর্তমানে জার্মানির বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভোকসওয়াগানের অধীন গাড়ি প্রস্তুত করে বেন্টলি। প্রতিষ্ঠানটি আগামী ১০ বছর আড়াই বিলিয়ন পাউন্ড বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির ভাষায় ‘সম্পূর্ণভাবে রূপান্তর’ করা হবে বর্তমান গাড়িগুলোকে। একই সঙ্গে ক্রিই কারখানাকে নতুন রূপ দেয়া হবে। বর্তমানে এখানে চার হাজার মানুষ কাজ করছেন। যেসব কর্মী ব্র্যান্ডটির অভ্যন্তরীণ কমবাশন ইঞ্জিন তৈরি করেছেন, তাদের আবার প্রশিক্ষণ দেয়া হবে এবং কারখানার বিভিন্ন ডিপার্টমেন্টে পুনর্নিয়োগ দেয়া হবে।
বেন্টলি বড় ও শক্তিশালী গাড়ি প্রস্তুতের জন্য সুনাম কুড়িয়েছে। ২০২০ সালের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিনির্ভর যান প্রস্তুত শূন্যে নামিয়ে আনা হবে। একই সময়ের মধ্যে সম্পূর্ণভাবে কার্বন নিঃসরণমুক্ত গাড়ি প্রস্তুত করা হবে বলে জানায়। প্রসঙ্গত, ২০৩০ সালের পর যুক্তরাজ্যে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
বেন্টলির ‘বিয়ন্ড১০০ স্ট্র্যাটেজি’ প্রণয়ন করা হয় এর শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে। তখন উচ্চাভিলাষী অনেক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অন্যতম ইভি প্রস্তুত। প্রথমে প্রতিষ্ঠানটি হাইব্রিড যান তৈরি করবে। এরপর মনোনিবেশ করবে ইলেকট্রিক গাড়ি নির্মাণে, যেখানে কার্বন নিঃসরণ একেবারে থাকবে না। প্রতিষ্ঠানটি এর বাইরে বিস্তারিত কিছু জানায়নি।
বেন্টলির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাড্রিয়ান হলমার্ক বলেন, ‘ক্রিইয়ে উৎপাদিত প্রথম বিইভি (বেন্টলি ইলেকট্রিক ভেহিকেল) বেন্টলি ও যুক্তরাজ্যের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আমরা ক্রিইয়ে দীর্ঘমেয়াদে টেকসই ভবিষ্যৎ রচনা করতে যাচ্ছি।’ এ কারখানাটিতে উন্নত উৎপাদন সুবিধা থাকবে, যাতে টেকসই পরিবেশবান্ধব উপায়ে গাড়ি প্রস্তুত করা যাবে বলে জানান তিনি।
বেন্টলির একেকটি গাড়ির দাম এক লাখ ৩০ হাজার থেকে দুই লাখ ৪০ হাজার পাউন্ড। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, পরিবেশবান্ধব গাড়ি প্রস্তুত করা হলে তা ক্রেতার সাধ্যের নাগালে থাকবে এবং মুদ্রাস্ফীতি কমাবে। বিশেষ করে কভিড-১৯ মহামারির পর এ সুবিধা কাজে লাগাতে পারবেন ক্রেতারা।
সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্সের মতে, ২০২১ সাল ছিল ইভি বিক্রির সেরা বছর। তখন সর্বোচ্চ বিক্রি হয় এ ধরনের যানবাহন। এ সময় এক লাখ ৯০ হাজারের বেশি ব্যাটারিনির্ভর ইভি বিক্রি হয়, যা এ যাবৎ সব বিক্রির ১২ শতাংশ।
২০২০ সালে বেন্টলি বাজারে এনেছিল তৃতীয় জেনারেশনের ফ্লাইং স্পোর। এ ধারাবাহিকতায় তারা গত বছর আনে বিশেষ কিছু স্টাইলিং স্পেসিফিকেশন, যা গ্রাহকদের উপহার দেয় বিশ্বের দ্রুততম সিডানের অভিজ্ঞতা। এর অ্যাক্টিভ অল-হুইল ড্রাইভ, অল-হুইল স্টিয়ারিং, টর্ক ভেক্টরিং ও ৪৮ভি বৈদ্যুতিক অ্যান্টি-রোল বার সিস্টেমসহ সর্বশেষ চ্যাসিস অর্থাৎ উন্নততর প্রযুক্তি ব্যবহার করে ফ্লাইং স্পোরটি গতির ক্ষেত্রে এক অনন্য উদাহরণ রেখেছে। তাদের সব গাড়িতে থাকে কিছু নতুন সংযোজন, যা গ্রাহকদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আরও সুখকর করে। ইলেকট্রিক গাড়িগুলোয়ও সহজে গাড়ি চালানো ও যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয় মাথায় রেখে ডিজাইন করা হবে।