Print Date & Time : 5 July 2025 Saturday 10:24 pm

ইসকন মন্দিরের পুরোহিতসহ ৩১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগের ইসকন মন্দিরের পুরোহিতসহ ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরে পুলিশ ওই মন্দির লকডাউন করে দিয়েছে। আক্রান্তদের মন্দিরের ভেতরে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) মন্দিরটি লকডাউন করা হয়।

গত শুক্রবার ওই মন্দিরের সবাইকে পরীক্ষার পর করোনা পজিটিভ রেজাল্ট আসে। গেন্ডারিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মন্দিরের কয়েক জনের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়। এতে মন্দিরে থাকা পুরোহিত ও সেবায়েতসহ ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে আক্রান্ত কেউ একজন মন্দিরে প্রবেশ করায় তার সংস্পর্শে এসে সবাই আক্রান্ত হয়েছেন। তকে গত এক মাস ধরে মন্দিরটিতে প্রার্থনাকারীদের যাতায়াত বন্ধ ছিল।

পুলিশ কর্মকর্তা এনায়েত করিম বলেন, আমরা নিয়মিত মন্দিরে আক্রান্তদের বিষয়ে খোঁজ রাখছি। কারো অবস্থা আশঙ্কাজনক হলে তাকে সঙ্গে সঙ্গে আইইডিসিআরের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হবে।