Print Date & Time : 6 September 2025 Saturday 5:32 pm

ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত ৯

শেয়ার বিজ ডেস্ক: ইসরাইলি বাহিনীর অভিযানে দখলকৃত পশ্চিম তীরে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধে?্য এক বৃদ্ধা রয়েছেন। এ সময় একটি হাসপাতালের শিশু ওয়ার্ডেও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে ইসরাইলি বাহিনী। খবর: আল জাজিরা।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, গতকাল বৃহস্পতিবার জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনী এ অভিযান চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি বাহিনীর হাতে ৯ জন নিহত ছাড়াও অনেকে আহত হয়েছেন। পৃথক আরেক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা অভিযোগ করেন, দখলদার সেনারা জেনিন সরকারি হাসপাতালে হামলা চালায়। এছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহামারি বিভাগে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তিনি বলেন, শরণার্থীশিবিরের অবস্থা খুবই জটিল। ইসরাইলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স ঢুকতেও বাধা দিচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু বলা হয়েছে, জেনিনে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

এ অভিযানে নিহত ব্যক্তিদের সংখ্যা হিসাব করলে এ বছরে ইতোমধ্যে ইসরাইলি বাহিনীর হাতে ২৯ ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটল। নিহত ব্যক্তিদের মধ্যে যোদ্ধা ও বেসামরিক লোকজন রয়েছে। ইসরাইলি বাহিনীর গুলিতে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে।

জেনিনের উপগভর্নর কামাল আবু আল-রুব বলেন, পশ্চিম তীরের লোকজন যুদ্ধাবস্থার মধ্যে জীবনযাপন করছেন। ইসরাইলি বাহিনী সবকিছু ধ্বংস করছে এবং যারা নড়াচড়া করছেন, তাদেরই গুলি করছে।

২০২২ সালে ইসরাইলে ২৬ ও ফিলিস্তিনে ২০০ জন নিহত হয়েছেন। তবে তাদের মধ্যে বেশিরভাগই পশ্চিম তীরের। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে ইসরাইল। ফিলিস্তিনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক নীরবতার মধ্যেই জেনিনে এ হামলা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকার কারণে দখলদার সরকার এ হত্যাকাণ্ড ঘটাতে উৎসাহ পাচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসকে জেনিনের ঘটনায় দ্রুত বৈঠক করার আহ্বান জানিয়েছে।