শেয়ার বিজ ডেস্ক: ইসরাইলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু উইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড গণমাধ্যমকে বলেছেন, তেল আবিবের হিরজলিয়া শহরতলির বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তবে তা মৃতুর কারণ জানা যায় নি। তিনি গত ফেব্রুয়ারির মাঝামাঝি ইসরাইলে নিযুক্ত হন। ৫৭ বয়সী রাষ্ট্রদূতের স্ত্রী-সন্তানরা তার সঙ্গে ইসরাইলে আসেনি। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসরাইলি দৈনিক হারেৎজের প্রতিবেদনে বলা হয়, চীনা রাষ্ট্রদূতকে তার বিছানায় মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে, তার দেহে কোনো আঘাতের চিহ্ন বা জখম ছিল না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র ইসরাইল সফরের পরপরই এ ঘটনা ঘটল। সফরকালে পম্পেও ইসরাইলে চীনা বিনিয়োগের সমালোচনা করে বলেছিলেন, চীনা বিনিয়োগ নিরাপত্তা ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে। এরপর গত শুক্রবার ইসরাইলে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে পম্পেও’র বক্তব্যের কড়া সমালোচনা করেছিল।