Print Date & Time : 4 September 2025 Thursday 4:26 am

ইসরায়েলকে সমর্থন, স্টারবাকসের ক্ষতি ১১ বিলিয়ন ডলার

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় নির্বিচার হামলা সত্বেও ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণার পর বিশ্বব্যাপী বয়কটের ডাকে ১১ বিলিয়ন বা ১ হাজার ১০০ কোটি ডলার লোকসানের মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক কফি চেইন শপ স্টারবাকস। টাইমস অব ইন্ডিয়া।

স্টারবাকসের একটি অফিসিয়াল বিবৃতির বরাত দিয়ে ভারতীয় গনমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থনের কারণে বিশ্বব্যাপী বয়কটের ডাক দেন ফিলিস্তিন সমর্থনকারীরা। আর তাতেই বড় ধরণের লোকসানে পড়ে কোম্পানিটি।

গত ১৬ নভেম্বরের রেড কাপ প্রমোশনের পর থেকে ১৯ দিনে স্টারবাকসের শেয়ার ৮ দশমিক ৯৬ শতাংশ কমেছে, যা প্রায় ১১ বিলিয়ন ডলার ক্ষতির সমান। টানা ১২ স্টক মার্কেট সেশনে স্টারবাকসের শেয়ার দাম কমেছে, যা ১৯৯২ সালে কোম্পানিটি পাবলিক হওয়ার পর থেকে সর্বোচ্চ।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে স্টারবাকস চেইনগুলো বয়কট প্রচারাভিযান ও অভ্যন্তরীণ কর্মচারী ধর্মঘটে ভুগছে, যার ফলে চাহিদা হ্রাস পেয়েছে। বয়কটের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মিশরের স্টারবাকস নভেম্বরের শেষের দিকে শ্রমিকদের ছাঁটাই করে খরচ কমাতে বাধ্য হয়। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশে ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত কোম্পানি ও পণ্য বয়কটের ডাক দিয়েছেন অনেকে। এরই প্রভাবে মরক্কোতে স্থায়ীভাবে বন্ধের পথে স্টারবাকস। আগামী ১৫ ডিসেম্বর মরক্কোর বাজার ছেড়ে যাবে কোম্পানিটি।

স্টারবাকস শুধু ইসরায়েলিদের সমর্থনই দেয়নি, ফিলিস্তিন ও হামাস আন্দোলনের প্রতি তাদের সমর্থনের অভিযোগে তার কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে।

বিশ্বব্যাপী ৮৬টি দেশে ৩৫ হাজারের বেশি শাখা রয়েছে কোম্পানিটির, যার বেশিরভাগ যুক্তরাষ্ট্রে অবস্থিত।
এক শিল্প বিশ্লেষক বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চলমান বয়কটের মধ্যে অসন্তোষের অন্তঃপ্রবাহ কোম্পানির ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

স্টারবাকসের সিইও লক্ষ্মণ নরসিমহান বলেন, তিনি সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং গ্রাহকদের আচরণ পরিবর্তন সত্ত্বেও কোম্পানির বৈচিত্র্যময় চ্যানেল ও গ্রাহকদের জড়িত করার ক্ষমতা সম্পর্কে আশাবাদী।