ইসরায়েলের হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

শেয়ার বিজ ডেস্ক : ইসরায়েলি হামলায় নিহত দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

আজ (১৩ জুন) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি এবং অপর বিজ্ঞানীর মোহাম্মদ মেহেদী তেহরানচি।

আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওআই। তাকে ২০১০ সালে একবার হত্যার চেষ্টা হয়েছিল। সেই দফায় বেঁচে যান তিনি।

মেহেদী তেহরানচি ছিলেন তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

তেহরানে হামলার পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার (১২ জুন) থেকেই গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছিল। অবশেষে শুক্রবার ভোরে তা বাস্তবে রূপ নেয়।