Print Date & Time : 14 September 2025 Sunday 4:17 pm

ইসরায়েলে সামরিক সহযোগিতায় ভেটো দেয়ার হুমকি বাইডেনের

 

শেয়ার বিজ ডেস্ক: ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সমর্থিত একটি একক বিলে ভেটো দিতে পারেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এ কথা বলেছে। খবর: রয়টার্স।

হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট জানিয়েছে, কংগ্রেসের উভয় কক্ষকে এই রাজনৈতিক চক্রান্তকে প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছে প্রশাসন। একই সঙ্গে এর পরিবর্তে দ্রুত সর্বদলীয় জরুরি জাতীয় নিরাপত্তা-বিষয়ক সম্পূরক বরাদ্দ আইনটি প্রেসিডেন্টের কাছে পাঠানোর আহ্বান জানানো হচ্ছে।

রিপাবলিকানদের প্রস্তাবিত বিলের আওতায় শুধু ইসরায়েলকে সহায়তার কথা বলা হয়েছে। তবে হোয়াইট হাউস একই বিলে ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তাসহ দেশটির সীমান্ত নিরাপত্তায় নতুন তহবিল বরাদ্দের জন্য চাপ দিচ্ছে।

রিপাবলিকান-সমর্থিত স্বতন্ত্র ওই বিলটির সম্পর্কে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ তহবিল সীমান্ত সুরক্ষার বিষয়ে কোনো ভূমিকা রাখছে না, পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনের জনগণকেও সাহায্য করছে না। এমনকি যুক্তরাষ্ট্রের উপাসনালয়, মসজিদ ও অরক্ষিত উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। এছাড়া ফিলিস্তিনি বেসামরিক নাগরিক যাদের বেশিরভাগ নারী ও শিশু, তাদেরকে মানবিক সহায়তা দেয়ার বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমন চক্রান্তের তীব্র বিরোধিতা করছে প্রশাসন।

কয়েক মাস ধরে এই বরাদ্দ নিয়ে সিনেটের ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সঙ্গে কাজ করছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রশাসনের কর্মকর্তারা। তারা যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি ও সীমান্ত নিরাপত্তার জন্য নতুন অর্থায়ন এবং ইউক্রেন, ইসরায়েল ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অংশীদারদের জন্য কোটি কোটি ডলারের সহায়তায় সমন্বিত তহবিলটি তুলে ধরেছেন। ১১ হাজার ৮০০ কোটি ডলারের এ তহবিলের আওতায় বিশ্বব্যাপী সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তাও করা হবে।

এর আগে রিপাবলিকান স্পিকার মাইক জনসন ঘোষণা করেছিলেন, সিনেটের সর্বদলীয় এই বিলটি প্রত্যাখ্যান করা হবে প্রতিনিধি পরিষদে। তবে এর পরিবর্তে শুধু ইসরায়েলকে সহায়তার বিষয়ে চলতি সপ্তাহে ভোট দেবেন তারা। পরে এক বিবৃতিতে জনসন বলেছিলেন, প্রেসিডেন্টের ভেটো দেয়ার হুমকি বিশ্বাসঘাতকতার শামিল। ইসরায়েল ও আমাদের সামরিক বাহিনীকে ভেটো দেয়ার হুমকির মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেন আমাদের মিত্রদের এমন সময় ত্যাগ করেছেন, যখন আমাদেরকে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন।