Print Date & Time : 15 September 2025 Monday 9:45 am

ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে

শেয়ার বিজ ডেস্ক:ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা বাড়ছে। লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা বেড়েছে। এ থেকে যুদ্ধে রূপ নিতে পারে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। খবর: রয়টার্স।

গত সোমবার ইসরায়েলি হামলায় লেবাননের দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, রোববার লেবাননের হামলায় ইসরায়েলের ইলেকট্রিক কোম্পানির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে সোমবার একজন নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, তারা উত্তর ফ্রন্টে যুদ্ধ চায় না। তাদের লক্ষ্য হামাসকে ধ্বংস করা।

যুক্তরাষ্ট্র বলছে, তারা চায় না সংঘাত ছড়িয়ে পড়ুক। ইরানকে এই সংঘাত থেকে দূরে রাখতে এরই মধ্যে দুটি বিমানবাহী রণতরি পাঠানো হয়েছে।

এর আগে হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ বলেছেন, লেবানন ফ্রন্ট সক্রিয় থাকবে এবং তাদের কাজের গতিতে বেশি উন্নতি এসেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে তাদের হামলা না বাড়ানোর জন্য সতর্ক করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আগুন নিয়ে তারা খেলা করছে। আগুনের জবাব দেয়া হবে আরও শক্তিশালী আগুন দিয়ে।

এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে রেড লাইন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি যদি শোনেন যে আমরা বৈরুত আক্রমণ করেছি, আপনি বুঝতে পারবেন যে নাসরাল্লাহ সেই রেখাটি অতিক্রম করেছেন।

লেবাননে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া ম্যারোনাইট গোষ্ঠীপ্রধান আল রাহির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব জায়গায় লেবাননের স্থিতিশীলতা চায় তবে গাজা যুদ্ধে তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। পরের দিন ৮ অক্টোবর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে চলছে গোলাগুলি।

ইসরায়েলি গণমাধ্যমে দেয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে হিজবুল্লাহ দোলেভ ফাঁড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে একজন ইসরায়েলির মৃত্যু হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিমান বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদেহকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ প্রসারিত হয়েছে এবং সংঘর্ষের মাত্রা আরও বাড়তে পারে।