Print Date & Time : 15 September 2025 Monday 12:32 am

ইসরায়েল-হামাস সংঘাতে বিশ্বে বিমান ভ্রমণ কমেছে

শেয়ার বিজ ডেস্ক: ইসরায়েল-হামাস সংঘাতের কারণে শুধু মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে নেতিবাচক প্রভাব পড়েনি, বৈশ্বিক বিমান চলাচলেও মন্দা দেখজানিয়েছে ট্রাভেল অ্যানালাইসিস ফার্ম ফরওয়ার্ডকিস। খবর: আরটি।

রাশিয়ার গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ফ্লাইট বুকিং কমে গেছে। সেদিন ইসরায়েলে অতর্কিত হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তাদের হামলায় ইসরায়েলের সাধারণ মানুষসহ সামরিক বাহিনীর অনেক সদস্য প্রাণ হারায়। প্রথম দিকে ইসরায়েল জানায়, এ হামলায় এক হাজার ৪০৫ জন নিহত ও কয়েকশ মানুষ আহত এবং ২৪২ জনকে গাজা উপত্যকায় জিম্মি করে নেয়া হয়েছে। পরে মৃতের সংখ্যা সংশোধন করে এক হাজার ২০০ জনে নামিয়ে আনে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার জবাবে সেদিন থেকেই ইসরায়েলি হামলা গাজায় পাল্টা হামলা শুরু করে। কয়েক দিন ধরে বিমানবাহিনীর হামলার পর স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত আইডিএফের হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ গাজাবাসী।

ফরওয়ার্ডকিসের ভাইস প্রেসিডেন্ট অলিভিয়ার পন্টি এক বিবৃতিতে বলেন, এই যুদ্ধ একটি বিপর্যয়কর, হƒদয়বিদারক ও মানবিক ট্র্যাজেডি, যা আমরা সবাই প্রতিদিন আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি। এটি মানুষকে এই অঞ্চলে ভ্রমণ থেকে বিরত রাখছে। একই সঙ্গে এটি অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রেও ভোক্তাদের আস্থা কমিয়ে দিয়েছে।

সংস্থার তথ্যে দেখা গেছে, হামাসের হামলার তিন সপ্তাহ পর যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক ফ্লাইট বুকিংয়ের হার তিন সপ্তাহ আগে ইস্যু করা টিকিটের সংখ্যার তুলনায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যাত্রীরা কম ভ্রমণ করছে। গত বছরের একই সময়ের তুলনায় এই অঞ্চলের যাত্রীদের আন্তর্জাতিক টিকিট ইস্যু করার হার ৯ শতাংশ কমেছে। হামাসের হামলার পরের তিন সপ্তাহে এই অঞ্চলে ভ্রমণের জন্য বিশ্বব্যাপী ফ্লাইট বুকিং ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধে ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বিমান সংস্থা ফ্লাইট বাতিল করেছে। এই অঞ্চলে ফ্লাইট বাতিলের ক্ষেত্রে ইসরায়েলের পরই রয়েছে সৌদি আরব, জর্ডান, লেবানন ও মিসর।

কভিড-১৯ মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণে বৈশ্বিক পুনরুদ্ধারের প্রভাবে বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক ফ্লাইট বুকিং গড়ে পাঁচ শতাংশ কমেছে।

পন্টির মতে, ৭ অক্টোবরের হামলার এক দিন আগের ফ্লাইট বুকিংয়ের তথ্য অনুযায়ী, বছরের শেষ তিন মাসের বৈশ্বিক বিমান ভ্রমণ ২০১৯ সালের চেয়ে ৯৫ শতাংশ বেশি হতে পারে। অক্টোবরের শেষের দিকে ওই পূর্বাভাস ৮৮ শতাংশে নেমে এসেছে।