ইসলামপুরে বন্যায় ১৫০ কোটি টাকার ক্ষতি

সাহিদুর রহমান, জামালপুর: জামালপুরের ইসলামপুরে সাম্প্রতিক বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে অসংখ্য ক্ষতচিহ্ন। রাস্তাঘাট, ফসল, মৎস্য ও প্রাণিসম্পদসহ প্রায় ১৫০ কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে। সড়ক ভেঙে যাওয়ায় রিকশা, ভ্যান, অটোসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারায় বন্যাকবলিত মানুষ চরম কষ্টে দিন পার করছেন।

উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আহমদ আলী জানান, বন্যায় উপজেলার পাকা সড়ক ১৭১ কিলোমিটার ও ২২০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে ৫৫ কোটি টাকা। ২৩টি ব্রিজ-কার্লভাট নষ্ট হওয়ায় ক্ষতি হয়েছে ৪০ কোটি টাকা এবং ১৫টি হাটবাজারে ক্ষতি হয়েছে তিন কোটি টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৯৮ কোটি টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, বন্যায় উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ৯৮ শতাংশ এলাকা বন্যাকবলিত হওয়ায় সাড়ে তিন হাজার হেক্টর রোপা আমন, ৭১০ হেক্টর শাকসবজি, ৫০ হেক্টর বীজতলা ও পাঁচ হেক্টর কলাবাগানসহ বিভিন্ন ফসল মিলে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পানির প্রচণ্ড স্রোতে জাগ দেওয়া এক হাজার হেক্টর জমির পাট ভেসে গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রৌফ কোনো তথ্য দিতে পারেননি। অন্য একটি সূত্র জানায়, বন্যায় উপজেলার অর্ধশতাধিক লেয়ার ও ব্রয়লার খামারের মুরগি, গরুবাছুর, ছাগল-ভেড়া ও হাঁস-মুরগিসহ হাজার হাজার গবাদিপশু মারা গেছে। বিশেষ করে বন্যায় গোখাদ্য সংকটে গরু মোটাতাজাকরণ কার্যক্রমে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে এ বিভাগে প্রায় ২০-২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, বন্যায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক হাজার ১৬৮ মাছচাষির এক হাজার ২৮৪টি পুকুর ভেসে যাওয়ায় আট কোটি ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় উপজেলার ৯৬টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হলেও ১৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে প্রায় এক কোটি ৫০ লাখ টাকার। ৭৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ প্রায় ৮৫ লাখ টাকা।