শেয়ার বিজ প্রতিনিধি, জামালপু: জামালুরের ইসলামপুর উপজেলা খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাল কেনার উদ্বোধন করেন ফরিদুল হক খান দুলাল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওমী লীগের সহ-সভাপতি লাল মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ প্রমুখ। ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৭৪১ টন আমন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের
দাম ধরা হয়েছে ৩৯
টাকা। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রয়সীমা ধার্য করা হয়েছে।