Print Date & Time : 3 August 2025 Sunday 10:32 pm

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে ‘বসন্ত উৎসব, ১৪২৬’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুল কলাভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় ছাত্রীরা বাসন্তী শাড়ি ও মাথায় ফুলের মুকুট পরে ক্যাম্পাসের নানা সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে আলোচনা সভায় সমবেত হন।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুলের উপস্থাপনায় এবং সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. রবিউল হোসাইন। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, জীববৈচিত্র্য ও ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এ বৈচিত্র্য আমাদের লেখক, কবি ও সংগীত শিল্পী বানিয়েছে। এ বৈচিত্র্য হারাতে দেওয়া যাবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে হাজারো বৃক্ষ রয়েছে। আমরা সবুজ ক্যাম্পাস গড়ে তুলব। বসন্ত রং সবাইকে রাঙিয়ে তুলুক।

মাহমুদুল হাসান কবীর