ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত নির্বাহীদের বিদায় সংবর্ধনা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে সম্প্রতি অবসরপ্রাপ্ত ১৫ জন ঊর্ধ্বতন নির্বাহীকে গত সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের সাবেক ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া, মো. আব্দুল জব্বার, মো. সালেহ ইকবাল, এএএম হাবিবুর রহমান ও মো. মোশাররফ হোসাইনসহ বিদায়ী নির্বাহীরা বক্তব্য দেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি