ইসলামী ব্যাংকের আরডিএস ফিল্ড অফিসারদের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) ফিল্ড অফিসারদের ওরিয়েন্টশন সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী। ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) অধ্যক্ষ এস এম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এসইভিপি মো. মাহবুব আলম ও কেএম মুনিরুল আলম আল-মামুন এবং ইভিপি এ কে এম শহীদুল হক খন্দকার। বিজ্ঞপ্তি