ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৪৯তম ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। আইবিটিআরএ’র প্রিন্সিপাল এসএম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইভিপি কেএম মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের ইভিপি একেএম শহীদুল হক খন্দকার উপস্থিত ছিলেন। বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯১ শিক্ষার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
