Print Date & Time : 11 September 2025 Thursday 9:05 am

ইসলামী ব্যাংকের কিউ আর পেমেন্ট অ্যাপ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘কিউ আর পেমেন্ট থ্রো সেলফিন অ্যাপ উইথ এসএসএল কমার্জ’ সম্প্রতি ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এসএসএল কমার্জের গ্রুপ উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরী, ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান ঝুঁকি কর্মকর্তা মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য দেন এসইভিপি আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন। বিজ্ঞপ্তি