ইসলামী ব্যাংকের নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের ওরিয়েন্টেশন গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) অধ্যক্ষ এসএম রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জেকিউএম হাবিবুল্লাহ এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি এনএসএম রেজাউর রহমান। এ সময় নবনিযুক্ত সিকিউরিটি গার্ডদের পাশাপাশি প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি