ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩০তম উপশাখা হিসেবে ফেঞ্চুগঞ্জ উপশাখা সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজায় উদ্বোধন করা হয়। সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন। সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দিন আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ফারজানা চৌধুরী, সমাজসেবক আব্দুল বাছিত টুটুল ও অধ্যক্ষ আব্দুল জলিল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন দক্ষিণ সুরমা শাখাপ্রধান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপশাখা ইনচার্জ মো. খায়রুল কবীর। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 26 July 2025 Saturday 4:46 pm
ইসলামী ব্যাংকের ফেঞ্চুগঞ্জ উপশাখা উদ্বোধন
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: