সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দু’দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গত শনিবার কুয়াকাটায় শেষ হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। বিশেষ অতিথি ছিলেনÑব্যাংকের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভুঁইয়া। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
