Print Date & Time : 30 August 2025 Saturday 1:55 am

ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। এতে আরও বক্তব্য দেন ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও মো. আলতাফ হুসাইন, এসইভিপি মো. মাহবুব আলম ও মো. মাকসুদুর রহমান, ইভিপি এ এস এম রেজাউল করিম ও এভিপি এ এম শহীদুল এমরান। ব্যাংকের ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি