ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে ব্যাংকের ঢাকা সেন্ট্রাল, সাউথ ও নর্থ জোনের ৯ বিজয়ীর কাছে মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান গতকাল ঢাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন রিয়া মানি ট্রান্সফারের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সোহাইল শামসি। ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন এএমডি জেকিউএম হাবিবুল্লাহ ও মো. আলতাফ হুসাইন, ডিএমডি মুহাম্মদ শাব্বির ও মো. আকিজ উদ্দীন, এসইভিপি মাহমুদুর রহমান, ইভিপি শিকদার মো. শিহাবুদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি