Print Date & Time : 29 July 2025 Tuesday 8:31 am

ইসলামী ব্যাংকের শরিয়াহ্ পরিপালন শীর্ষক ওয়েব সেমিনার

সম্প্রতি ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন শীর্ষক ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে আলোচক ছিলেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ও কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে ব্যাংকের লোকাল অফিস, ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা, গুলশান করপোরেট শাখা, হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখা, নওয়াবপুর রোড করপোরেট শাখা, রমনা করপোরেট শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি