ইসলামী ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং অ্যাওয়ার্ড লাভ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাসটেইনেবল রেটিংয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) টপ পারফর্মিং ব্যাংকিং অ্যাওয়ার্ড লাভ করেছে। গত রোববার বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান ফ্লোরিয়ান হোয়েলেনের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন। এ সময় বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান, অর্থনীতিবিদ, ব্যাংকার, জলবায়ু বিশেষজ্ঞ, বিআইবিএম ও জার্মান ডেভলপমেন্ট কো-অপারেশনের নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি