ইসলামী ব্যাংকে শরিয়াহ্ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রাজশাহী জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজির সভাপতিত্বে ইভিপি মো. শামসুদ্দোহা এবং রাজশাহী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি