ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাংকের নির্বাচিত চেয়ারম্যান ও নবগঠিত পরিচালনা পর্ষদ সদস্যদের বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সামীম মোহাম্মদ আফজাল, পরিচালক মো. হুমায়ুন কবির এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবদুল হামিদ মিঞা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও মো. হাবিবুর রহমান ভূঁইয়া
এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. কাইছার আলী ও সমিতির সভাপতি মো. আমিনুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালককে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।