ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আগ্রাবাদ ও খাতুনগঞ্জ করপোরেট শাখার ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল করিম এতে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। আগ্রাবাদ করপোরেট শাখাপ্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের ইভিপি মো. শামসুদ্দোহা ও খাতুনগঞ্জ করপোরেট শাখাপ্রধান মো. এহসানুল ইসলাম। বিজ্ঞপ্তি
