ইসলামী ব্যাংক-ই-ক্যাব কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড সেবা চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সঙ্গে কো-ব্রান্ডেড প্রি-পেইড কার্ড সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি করেছে। ই-ক্যাবের সদস্যরা এ ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ট্রাভেল কোটার বাইরেও অতিরিক্ত ১০ হাজার ইউএস ডলার বছরে ব্যয় করতে পারবেন। গত মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান ও ই-ক্যাবের সভাপতি শমী কায়সার এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, এসইভিপি মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি