ইসলামী ব্যাংক ও বিআরইবির মধ্যে সেবাচুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকের বিদ্যুৎ বিল অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিআরইবির বোর্ড রুমে সদস্য (অর্থ) দীপঙ্কর বিশ্বাসের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও বিআরইবির অর্থ ও হিসাব নিয়ন্ত্রক মো. হোসেন পাটোয়ারী সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এসইভিপি মিজানুর রহমান ও মো. মাকসুদুর রহমান, ইভিপি এ কে এম মাহবুব মোর্শেদ এবং বিআরইবির আর্থিক মনিটরিং পরিদপ্তরের পরিচালক মো. মাসুদ পারভেজ ও বাপবি বোর্ড সচিব মো. আব্দুল হাইসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি