নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক পুরোনো ঋণখেলাপিকে গ্রেপ্তার করেছে ডিএমপির মহাখালী থানা পুলিশ। ব্যাংকের ঋণ পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়েছিলেন তিনি। চলতি বছরে দেশে বেড়াতে এলে ব্যাংকের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালে লোন আদায় না করতে পেরে ব্যাংকের পক্ষ থেকে নেয়া হয় আইনি আশ্রয়, করা হয় বেশ কয়েকটি মামলা। এর মধ্যে দুই মামলায় রায় হয় তার বিরুদ্ধে। দীর্ঘদিন পলাতক থাকার পর সেই খেলাপি দেশে আসেন চলতি বছরের শুরুর দিকে। ব্যাংকের পক্ষ থেকে তাকে অবজারভেশনে রাখা হয়। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার হন দীর্ঘদিন পলাতক থাকা ইসলামী ব্যাংকের এ ঋণখেলাপি।
এ বিষয়ে ব্যাংকের মহাখালী শাখা থেকে জানা যায়, মনির উদ্দিনের (বাবা: আলতাফ হোসাইন) বিরুদ্ধে ইসলামী ব্যাংকের সিআর কেসের মামলার রায় রয়েছে। তিনি এ ব্যাংকটির ১০ কোটি টাকার লিমিট ক্লায়েন্ট ছিলেন। এখন এ খেলাপি গ্রাহকের কাছে সুদ-আসল মিলে প্রায় ২৩ থেকে ২৪ কোটি টাকা পাওনা রয়েছে ব্যাংকটির।
ইসলামী ব্যাংকের মহাখালী শাখার ম্যানেজার বলেন, তিনি আমাদের পুরোনো ক্লায়েন্ট, ২০১৪-১৫ সাল থেকে খেলাপি ছিলেন। প্রায় ১৪ কোটি টাকা পাওনা রয়েছে। জামানত বিক্রি করে কি টাকা উঠবে কি নাÑজানতে চাইলে ম্যানেজার বলেন, নেগোসিয়েশন করছি, নাহলে নিলামে তোলা হতে পারে। তখন বোঝা যাবে কত অর্থ আসবে তার জামানত থেকে।