ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার মিরপুরে বিশ্ব হার্ট দিবস পালন

‘বিশ্ব হার্ট দিবস ২০২৩’ উপলক্ষে ইসলামী ব্যাংক কার্ডিয়াক সেন্টার মিরপুরে হৃদরোগ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা, শোভাযাত্রা ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনটি বিশেষভাবে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুরের সুপারিনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমান। বিজ্ঞপ্তি