ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা সম্প্রতি ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এএমডি মো. ওমর ফারক খান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। এসইভিপি মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের এসইভিপি মো. মাহবুব আলম, ইভিপি এএসএম রেজাউল করিম ও ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ। সম্মেলনে জোনের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি
