ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখা নতুন ঠিকানায় ৪১ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় উদ্বোধন করা হয়েছে। গত বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি মো. ওমর ফারুক খান ও জেকিউএম হাবিবুল্লাহ। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বক্তব্য দেন রয়েল ডেনিমের চেয়ারম্যান এএম সাইদুর রহমান। শাখাপ্রধান মো. মাহবুব-এ আলমের সভাপতিত্বে ব্যাংকের ডিএমডি মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মো. জামাল উদ্দিন মজুমদার, এএফএম কামালুদ্দীন ও মুহাম্মদ শাব্বিরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 18 July 2025 Friday 4:56 pm
ইসলামী ব্যাংক হেড অফিস কমপ্লেক্স শাখা নতুন ঠিকানায়
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: